২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা, ছোট গল্প : তৈলচিত্রের ভূত

-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘ছোট গল্প : তৈলচিত্রের ভূত’ থেকে ১১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও :
‘মি. বিন জুতো হারিয়ে বিমর্ষ হয়ে পড়ে। গায়ের গেঞ্জি ওপরে টেনে মাথা ঢেকে মুজো দুটো হাতে পরে রাস্তার এক পাশে বসে থাকে। তমা স্কুল থেকে ফেরার সময় তাকে দেখে ভয় পায়। কিন্তু তার সহপাঠী সিফাত বলে- ‘ভয় পাওয়ার কিছু নেই, কেননা ভূত বলে কিছু নেই।’
১। উদ্দীপকে ‘তৈলচিত্রের ভূত’ রচনার কোন বিষয়টি দৃশ্যমান?
i) নগেনের মামার প্রতিরূপ
ii) ভূত বিশ্বাস
iii) বিজ্ঞান বুদ্ধির জয়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii গ) i ও iii ঘ) i ও ii
২। উদ্দীপকের কোন চরিত্রে ‘তৈলচিত্রের ভূত’ রচনার কুসংস্কারের চিত্র ফুটে উঠেছে?
(ক) মি. বিন
(খ) তমা
(গ) সিফাত
(ঘ) তমা ও মি. বিন
৩। ‘তৈলচিত্রের ভূত’ গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় কী দেখিয়েছেন?
(ক) মানুষের ভূতভীতি
(খ) মানুষের কুসংস্কারাচ্ছন্ন রূপ
(গ) বিজ্ঞান বুদ্ধির জয়
(ঘ) মানুষের বিচার শক্তি
৪। মামার তৈলচিত্রে নগেনের প্রণাম করতে যাওয়ার কারণ কী?
(ক) মামার প্রতি শ্রদ্ধা-ভক্তি
(খ) মামার প্রতি কৃতজ্ঞতা
(গ) কৃতকর্মের জন্য অনুতাপ
(ঘ) ধর্মীয় রীতি অনুসরণ
৫। প্রেতাত্মা মানে কী?
(ক) ভ্রান্তি (খ) আত্মা
(গ) ভূত (ঘ) নগেনের মামার আত্মা
৬। ‘মরলে তো মানুষ সব জানতে পারে’- এটা কার উক্তি?
(ক) ডাক্তারের
(খ) মামার
(গ) নগেনের
(ঘ) দাদা মশায়ের
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও :
সাগর মাঝে মাঝে রাতে ভয়ে জেগে উঠে। তার মনে হয় কোনো ভূত তাকে তাড়া করছে। বিষয়টি সে কাউকে খুলে বলে না। কিন্তু দিন দিন তার ভয় বাড়ছে এবং স্বাস্থ্যও খারাপ হয়ে যাচ্ছে।
৭। সাগরের ভয় পাওয়ার কারণ-
(i) ভূতে তাড়া করা
(ii) মানসিক অবস্থা
(iii) অন্য কোনো ভয় মনে পোষা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i ও iii
৮। এ অবস্থার উত্তরণে সাগর যা করতে পারে-
(ক) ভয় না পাওয়া
(খ) রাতে জেগে থাকা
(গ) দায়িত্বশীল কারোর সাহায্যে নেয়া
(ঘ) কাউকে না বলা
৯। তৈলচিত্রে ভূত গল্পে লাইব্রেরির দেয়ালে কয়টি তৈলচিত্র ছিল?
(ক) তিনটি
(খ) চারটি
(গ) দুইটি
(ঘ) একটি
১০। লাইব্রেরিতে ঢুকেই নগেন কার তৈলচিত্রের কাছে গেল?
(ক) দিদিমার
(খ) দাদামশায়ের
(গ) নিজের
(ঘ) মামার
১১। অজ্ঞান হয়ে নগেন কোথায় পড়েছিল?
(ক) বিছানার (খ) মেঝেতে
(গ) চেয়ারে (ঘ) খাটিয়ায়
উত্তর : ১. খ, ২. খ, ৩. গ, ৪. গ, ৫. গ, ৬. গ, ৭. গ, ৮. গ, ৯. ক, ১০. ঘ, ১১. খ।


আরো সংবাদ



premium cement